গাজীপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল জলিল (৪৮) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। তাঁর চাচাতো ভাইয়েরা এতে জড়িত বলে জানিয়েছেন জলিলের ছেলে ফরহাদ রেজা। শুক্রবার রাতে এশার নামাজ শেষে বাড়ি ফেরার পথে সদরের ভাওয়ালগড় ইউনিয়নের নলজানী এলাকায় তাঁকে মারধর করা হয়। পরে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক জলিলকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় আব্দুল জলিলের ছেলে ফরহাদ রেজা বাদী হয়ে গতকাল শনিবার সকালে চারজনের নাম উল্লেখ করে জয়দেবপুর থানায় মামলা করেছেন। তাঁরা হলেন- সিদ্দিক মিয়া, ইদ্রিস মিয়া, রিনা বেগম ও বাদল মিয়া।

ফরহাদ রেজা জানান, জমিজমা নিয়ে তাঁর বাবার সঙ্গে প্রতিবেশী ও চাচাতো ভাইদের বিরোধ চলে আসছিল। শুক্রবার রাতে বাড়ির পাশের মসজিদে এশার নামাজ পড়ে বাড়ি ফিরছিলেন আব্দুল জলিল। চাচাতো ভাইয়েরা তাঁকে আটকে মারধর করেন।

এ সময় জলিলের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আব্দুল জলিলকে মৃত ঘোষণা করেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহতাব উদ্দিন জানান, এ হত্যার ঘটনায় নিহতের ছেলে মামলা করেছেন। লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।