নাটোরের গুরুদাসপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী প্রিওম সরকারকে (১৭) মারধর করার অভিযোগ উঠেছে। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে পাঁচ যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ দিয়েছেন। রোববার এ ঘটনা ঘটে।

মামলার আসামিরা হলো- পৌর সদরের চাঁচকৈড় মধ্যমপাড়া মহল্লার মিলন প্রামাণিকের ছেলে বিশাল প্রামাণিক, একই মহল্লার নাস্তাইন, মুছা তালুকদার, তামিম হোসেন ও নাঈম হোসেন।
প্রিওম সরকারের ভাষ্য, দুই মাস আগে বিশাল প্রামাণিক ফেসবুক পোস্টে তার এক বন্ধুকে নিয়ে মন্তব্য করে। পরে তাকে হুমকি দিচ্ছিল বিশাল প্রামাণিক। এক দিন তার কাছে ক্ষমা চেয়েছে সে। রোববার তার নির্বাচনী পরীক্ষা শেষে বিকেলে শ্রেণিকক্ষ থেকে বের হয়ে উত্তর পাশের গেটে যায় সে। এ সময় বিশাল প্রামাণিকসহ সাত-আটজন তার ওপর হামলা চালায়। কিল, ঘুসি, লাথি মারতে থাকে এলোপাতাড়িভাবে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম জানান, ওই যুবকরা এর আগেও বিদ্যালয়ে এসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। বেশ কিছুদিন ধরে প্রিওমকে আক্রমণ করার চেষ্টা চালিয়েছে। তারা কিশোর গ্যাংয়ের সঙ্গে জড়িত বলে শুনেছেন। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।
গুরুদাসপুর থানার ওসি মো. আব্দুল মতিন বলেন, অভিযোগটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।