নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিয়ের কথা বলে ডেকে নিয়ে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় হওয়া মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার কাঞ্চন পৌরসভা এলাকার কালাদি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

তারা হলো-কালাদি এলাকার সোহাগ মিয়া ও তাইজুল ইসলাম। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা বলেন, গ্রেপ্তারের পর ওই দু'জনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। অন্য চার আসামিকে গ্রেপ্তারে চেষ্টা চলছে।
শুক্রবার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার নলপাথর এলাকার একটি আবাসন প্রকল্পের নির্জন স্থান থেকে ওই কিশোরীকে উদ্ধার করে স্থানীয়রা। পরে জরুরি পরিষেবা নম্বরে (৯৯৯) সংবাদ পেয়ে তাকে উদ্ধার করে পুলিশ। ওই কিশোরীর বরাতে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা আগেরদিন বলেছিলেন, মেয়েটির বাড়ি উপজেলার আতলাপুরে। সম্প্রতি বাড়ৈপাড়ার হৃদয় নামের এক যুবকের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে তার। শুক্রবার দুপুরে বিয়ের কথা বলে মেয়েটিকে ডেকে আনে সে।
নলপাথর এলাকার একটি আবাসন প্রকল্পের ভেতরের নির্জন কাশবনে নিয়ে হৃদয় মেয়েটিকে ধর্ষণ করে। অস্ত্রের ভয় দেখিয়ে তার সহযোগীরাও ধর্ষণ করে ওই কিশোরীকে। পরে মেয়েটির মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চলে যায় দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে ৬ জনকে আসামি করে রূপগঞ্জ থানায় মামলা করেন।