- সারাদেশ
- কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা
কুমিল্লা সদর উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা

কুমিল্লা আদর্শ সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়েছে। রোববার নগরীর টাউন হল মাঠে এ সম্মেলন হয়। এতে কাজী আবুল বাশারকে সভাপতি ও তারিকুর রহমান জুয়েলকে সাধারণ সস্পাদক করে ৭১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। আগের কমিটিতেও সভাপতি-সম্পাদক ছিলেন তাঁরা।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবুল বাশারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ম. রুহুল আমিন, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী, মহানগর আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল ইসলাম সেলিম, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল প্রমুখ।
মন্তব্য করুন