বগুড়ার সোনাতলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদা পারভীনের স্বামীকে মারধরের ঘটনায় আওয়ামী লীগ নেতার ছেলে শামীম হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোনাতলা থানার ওসি সৈকত হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার রাতে সোনাতলা থানায় মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করেন ইউএনওর গাড়িচালক ফেরদৌস হোসেন। এ ছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে তিন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

গ্রেপ্তার শামীম হোসেন সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক চেয়ারম্যান মাহবুব আলম বুলুর ছেলে।

জানা গেছে, গতকাল শনিবার বিকেলে উপজেলা পরিষদ কোয়ার্টার এলাকায় ব্যাডমিন্টন খেলছিলেন শামীম হোসেন ও তার ছেলে আলিফ হোসেন। সেখানে সন্ধ্যার দিকে ইউএনও সাইদা পারভীনের স্বামী আল আমিন খেলার জন্য যান। এ সময় শামীমের সঙ্গে ইউএনওর স্বামীর খেলা নিয়ে কথাকাটাকাটির একপর্যায় শামীম ও তার ছেলে মিলে ইউএনওর স্বামীকে মারধর করেন।

ইউএনও সাইদা পারভীন বলেন, খেলার মাঠে কোনো কারণ ছাড়াই শামীম ও তার ছেলে আমার স্বামীর ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সময় আনসার সদস্যরা দায়িত্ব পালনে অবহেলা করায় তিন আনসার সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।