- সারাদেশ
- হত্যার ২৯ বছর পর ছয় আসামির যাবজ্জীবন
হত্যার ২৯ বছর পর ছয় আসামির যাবজ্জীবন

প্রতীকী ছবি।
চট্টগ্রামের বাঁশখালীর পূর্ব বড়ঘোনা এলাকায় হাছান আহম্মদ হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ রোববার চট্টগ্রাম-৬ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ সাইফুর রহমান মজুমদার আদালত এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলো- কবির আহম্মেদ, নজরুল ইসলাম, হারুনুর রশিদ, দিল মুহাম্মদ, দুলা মিয়া ও মোহাম্মদ আলী প্রকাশ লাল মোহাম্মদ। রায় ঘোষণার পর তাদের কারাগারে পাঠানো হয়।
১৯৯৩ সালের ২৩ অক্টোবর বাঁশখালী থানার পূর্ব বড়ঘোনা এলাকায় হাছানকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর বাবা মোহাম্মদ জানে আলম ১২ জনকে আসামি করে বাঁশখালী থানায় হত্যা মামলাটি করেন। হত্যার ২৯ বছর পর আদালত ১২ জনের সাক্ষ্য গ্রহণ ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে রোববার রায় দিয়েছেন।
আদালতের বেঞ্চ সহকারী ইমাম আক্তার চৌধুরী জানান, হাছান আহম্মদ হত্যায় ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগপত্রে থাকা বাকি ছয় আসামি মামলা চলাকালে মারা যাওয়ায় তাদের অব্যাহতি দেওয়া হয়েছে।
মন্তব্য করুন