- সারাদেশ
- সুশাসন নিশ্চিতে ভূমিকা রাখবে প্যাকটা প্রকল্প
চট্টগ্রামে টিআইবির সভায় বক্তারা
সুশাসন নিশ্চিতে ভূমিকা রাখবে প্যাকটা প্রকল্প

টিআইবির নতুন প্রকল্প পার্টিসিপেটরি অ্যাকশন অ্যাগেইনস্ট করাপশন :টুওয়ার্ডস ট্রান্সপারেন্সি অ্যান্ড অ্যাকাউন্টেবিলিটি (প্যাকটা) প্রকল্প দুর্নীতি কমাতে এবং সুশাসন নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন বক্তারা। রোববার নগরের কাজীর দেউড়ির ব্র্যাক লার্নিং সেন্টারে চট্টগ্রাম মহানগর, টিআইবি এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) বাস্তবায়নাধীন প্রকল্পটির অবহিতকরণ সভায় বক্তারা এ কথা বলেন।
সনাক চট্টগ্রাম মহানগরের সভাপতি আখতার কবির চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন চট্টগ্রামে মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মাধবী বড়ূয়া, সহকারী কমিশনার হোছাইন মোহাম্মদ, ডেপুটি সিভিল সার্জন মোহাম্মদ ওয়াজেদ চৌধুরী, চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার গোলাম মোস্তফা জামাল, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বড়ূয়া, ডবলমুরিং থানা শিক্ষা কর্মকর্তা বেঞ্জুয়ারা বেগম, ডবলমুরিং থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অরিফুল ইসলাম প্রমুখ।
সভায় প্রকল্পের মূল বিষয়বস্তু উপস্থাপন করেন কো-অর্ডিনেটর কাজী শফিকুর রহমান। তিনি জানান, প্রকল্পটি চলবে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। এ সময় প্রকল্পের উদ্দেশ্য, বাস্তবায়নের খাত, কর্মকৌশলসহ বিস্তারিত আলোচনা করেন তিনি।
মন্তব্য করুন