নারায়ণগঞ্জের বন্দরে ক্রেন মেরামতের কাজ করার সময় বিদ্যুতায়িত হয়ে চালক ও সহকারী নিহত হয়েছেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কেওঢালা এলাকায় হক ব্রাদার্স নামে এক প্রতিষ্ঠানে ঘটে এ দুর্ঘটনা।

নিহত ক্রেনচালক মো. রাসেল (২৮) ও সহকারী মো. ফাহিমের (২১) বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলার কিল্লা বাজারে।

তাঁদের সহকর্মী সুমন জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মদনপুর এলাকায় হক ব্রাদার্সে রোববার ক্রেন মেরামত করছিলেন রাসেল ও ফাহিম। দুপুরের দিকে ক্রেনের ওপরের অংশ দুর্ঘটনাক্রমে বিদ্যুতের সংযোগে জড়িয়ে পড়ে। এতে ওই দু'জন বিদ্যুতায়িত হয়ে পড়েন।

তাঁদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ময়নাতদন্তের জন্য দু'জনের মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্নিষ্ট থানায় জানানো হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।