সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের হাজং কন্যা হিসেবে এবারই প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাওয়ায় প্রিয়া হাজংকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

আজ রোববার বিকেলে প্রিয়ার গ্রামের বাড়িতে বাংলাদেশ হাজং ছাত্র সংগঠনের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি আশুতোষ হাজং, অন্তর হাজংসহ আরও অনেকেই।

প্রিয়া হাজং কৃষক হীরেন্দ্র হাজংয়ের মেয়ে। গত বৃহস্পতিবার তাঁর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়। প্রিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগে পড়ার সুযোগ পেয়েছেন।