- সারাদেশ
- রাজশাহী-কক্সবাজার রুটে ফ্লাইট চালু ১৭ নভেম্বর
রাজশাহী-কক্সবাজার রুটে ফ্লাইট চালু ১৭ নভেম্বর

রাজশাহী-কক্সবাজার রুটে আগামী ১৭ নভেম্বর থেকে সরাসরি বিমান চালু হচ্ছে। ওই দিন সকাল সাড়ে ১০টায় নভোএয়ারের প্রথম ফ্লাইট রাজশাহীর হযরত শাহ মখদুম বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে। পৌঁছাবে দুপুর ১২টায়।নভোএয়ারের রাজশাহীর সেলস ইনচার্জ মানিক কৃষ্ণ চক্রবর্তী জানান, রোববার থেকে রাজশাহী-কক্সবাজার রুটে বিমানের টিকিট বিক্রি শুরু হয়েছে। টিকিটের সর্বনিম্ন দাম ৫ হাজার ৯০০ টাকা।
তিনি আরও জানান, প্রতি বৃহস্পতিবার সকালে রাজশাহী থেকে কক্সবাজার এবং প্রতি রোববার বিকেল ৩টা ৩৫ মিনিটে কক্সবাজার থেকে রাজশাহীর উদ্দেশে ফ্লাইট পরিচালনা করা হবে। রাজশাহী থেকে কক্সবাজার যেতে সময় লাগবে ১ ঘণ্টা ৩০ মিনিট।
এর আগে গত ২৬ অক্টোবর নগর ভবনে নভোএয়ারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সঙ্গে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের আলোচনার পর রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের ফ্লাইট চালুর সিদ্ধান্ত হয়।
মন্তব্য করুন