টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল শিশুসহ ৩ জনের
প্রতীকী ছবি
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৪ | ০০:১৬
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। শুক্রবার রাত ৮টা ২০ মিনিটের দিকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তে কালহাতী উপজেলার আনালিয়া বাড়ি নামক স্থানে রেললাইনে ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
মৃতরা হলেন, রতন মিয়া ও তার ছয় বছরের ছেলে সানি ও অপরজনের নাম শরীফ। তাদের সবার বাড়ি নাটোর জেলায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের ইনচার্জ রেজাউল করিম বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা নীলফামারীর চিলাহাটিগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।
জানা গেছে, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়া বাড়ি নামক স্থানে এসে পৌঁছালে বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। পরে যাত্রীরা বাস থেকে নেমে রেললাইন ধরে হাঁটা-হাটি করছিলেন। এসময় চিলাহাটি গামী ট্রেনে ট্রেনে কাটা পড়ে ওই তিনজন মারা যান।
টাঙ্গাইল রেলওয়ে পুলিশের উপপরিদর্শক আলী আকবর জানান, বাস থেকে নেমে অসতর্কভাবে হাঁটা-হাটি করার সময় ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। একজনের দেহ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তাদের বাড়ি নাটোর বলে জানা গেছে।
- বিষয় :
- টাঙ্গাইল
- ট্রেনে কাটা পড়ে নিহত