রাজবাড়ীর গোয়ালন্দে ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় মো. লালন শেখ (৭০) নামের একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার।

অভিযুক্ত মো. লালন শেখ উপজেলার পশ্চিম উজানচর রমজান মাতুব্বার পাড়া গ্রামের বাসিন্দা। তিনি সম্পর্কে ভুক্তেভোগী শিশুটির দূঃসম্পর্কের নানা।

শিশুটির পরিবার ও থানা পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত লালন শেখ একজন আখ বিক্রেতা। তিনি ভুক্তভোগী শিশুর মায়ের দূঃসম্পর্কের মামা । গত সোমবার বিকেলে অভিযুক্ত মো. লালন শেখ শিশুটিকে আখ খাওয়ানোর কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর ওই শিশুকে পাশ্ববর্তী নির্মাণাধীন ভবনের মধ্যে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এসময় ওই শিশুটি মা ও স্থানীয় আরেক নারীকে সাথে নিয়ে মেয়েকে খুঁজতে খুঁজতে ওই নির্মাণাধীন ভবনে গেলে বিষয়টি টের পান। এসময় লালন শেখ ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায়। পরে ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবার।

ভুক্তভোগী শিশুর মা জানান, তার স্বামী ফরিদপুর জেলার ভাংগায় শ্রমিকের কাজ করেন। লোক লজ্জার ভয়ে বিষয়টি গোপন রাখলে পরবর্তীতে তার স্বামীর সাথে পরামর্শ করে মঙ্গলবার রাতে গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়ের করেন।

গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ মো. আমিরুল হক জানান, যৌন হয়রানির শিকার শিশুটির স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে যথাযথ বিধি অনুযায়ী রিপোর্ট দেওয়া হবে।

এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, মামলা দায়েরের পর অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেপ্তার করে বুধবার রাজবাড়ীর আদালতে পাঠানো হয়েছে।