জাতিসংঘের মধ্যস্থতায় কৃষ্ণসাগর দিয়ে ইউক্রেনীয় বন্দর থেকে খাদ্যশস্য রপ্তানির চুক্তিতে ফের অংশগ্রহণ করবে রাশিয়া। বুধবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

রাশিয়ার এ ঘোষণার পর ইউক্রেনের শস্য চালান ফের শুরু হয়েছে। এ ছাড়া বিশ্ববাজারে গম, সয়াবিন, ভুট্টা ও সরিষার দাম উল্লেখযোগ্য হারে কমেছে। কৃষ্ণসাগরে রুশ নৌবহরে ইউক্রেনের হামলার অভিযোগে চলতি সপ্তাহে চুক্তিতে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছিল মস্কো। খবর রয়টার্স ও আলজাজিরার।

বুধবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, এই মুহূর্তে নিরাপত্তার নিশ্চয়তা পাওয়া গেছে, যা রাশিয়ান ফেডারেশনের কাছে যথার্থ মনে হচ্ছে এবং চুক্তি বাস্তবায়ন ফের শুরু করছে।

এ বিষয়ে জাতিসংঘ ও তুরস্কের অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানিয়েছে রুশ মন্ত্রণালয়। মানবিক করিডোরে হামলা চালানো হবে না বলে ইউক্রেনের কাছ থেকে লিখিত নিশ্চয়তা পাওয়া গেছে। একই সঙ্গে রাশিয়ার বিরুদ্ধে সামরিক অভিযানে ইউক্রেনীয় বন্দর ব্যবহার না করারও নিশ্চয়তা দেওয়া হয়েছে।

রাশিয়ার সাম্প্রতিক অবস্থানের নিরিখে বুধবারের বিবৃতিকে 'ইউটার্ন' হিসেবে মনে করা হচ্ছে। এর আগে মস্কো দাবি করেছিল, মানবিক করিডোর দিয়ে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ ও অগ্রণহযোগ্য।

দরিদ্র দেশগুলোতে দুর্ভিক্ষ ঠেকাতে ও খাদ্যপণ্যের দাম যেন নাটকীয়ভাবে বেড়ে না যায় সেজন্য বিশ্ববাজারে বেশি বেশি গম, সূর্যমুখী তেল ও সার আনার লক্ষ্যেই জাতিসংঘের উদ্যোগে এই শস্য রপ্তানি চুক্তি হয়।

চুক্তি অনুযায়ী শস্য ও সার রপ্তানি কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা জাতিসংঘের সমন্বয়ক মঙ্গলবার টুইটারে বলেছেন, বৃহস্পতিবার বেশ কয়েকটি মালবাহী জাহাজ ইউক্রেনের বন্দর ছাড়বে বলে তিনি আশা করছেন।