- সারাদেশ
- ফুলবাড়িয়ায় মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
ফুলবাড়িয়ায় মুদি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার জাকির হোসেন ( ৩৫) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার বাক্তা দক্ষিণপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
নিহত জাকির উপজেলার বাক্তা দক্ষিণপাড়া গ্রামের প্রয়াত মকবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন মুদি দোকানি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে বাক্তা দক্ষিণপাড়া গ্রামের মুদি দোকানি জাকির হোসেন দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। বৃহস্পতিবার সকালে প্রতিবেশী রফিজ ড্রাইভারের ঘরে তার রক্তমাখা মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী মর্জিনা খাতুন বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করেন।
ফুলবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মো. স্বপন মিয়া সমকালকে জানান, প্রতিবেশী রফিক ড্রাইভারের বসতঘর থেকে রক্তমাখা মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় দুটি ছুরি উদ্ধার করা হয়। জড়িত সন্দেহে রফিকুল ইসলাম ও তার স্ত্রী আফরোজা বেগমকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
ফুলবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ সমকালকে বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দু’জনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের বিষয়ে এখনও কিছু জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে হত্যার প্রকৃত কারণ জানা যাবে।
মন্তব্য করুন