- সারাদেশ
- মুন্সীগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
মুন্সীগঞ্জে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
মুন্সীগঞ্জ শহরের একটি বিদ্যালয়ের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় আয়েশা বেগম (৬০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ৭টার দিকে পুলিশ মাঠপাড়া এলাকায় ব্রিলিয়ান্ট ক্যাডেট স্কুলের ভেতর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে। একই দিন দুপুরে সদর উপজেলার রামপাল ইউনিয়নে বাসার ছাদ থেকে পড়ে প্রাণ গেছে মিনু আক্তার নামের এক নারীর।
নিহত আয়েশা বেগম ওই বিদ্যালয়ে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করতেন। তিনি পৌরসভার যোগিনীঘাট এলাকার প্রয়াত নূর হোসেনের স্ত্রী।
পুলিশ জানায়, পারিবারিক কলহ ও ঋণের কিস্তি শোধের মানসিক চাপ থেকে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুজ্জামান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
এদিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের ধলাগাঁও এলাকায় দুপুরে বাড়ির ছাদে শুকাতে দেওয়া কাপড়চোপড় আনতে যান আক্তার হোসেনের স্ত্রী মিনু আক্তার। অসাবধানে তিনি সেখান থেকে পড়ে গুরুতর আহত হন।
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগ সূত্র জানায়, বিকেল ৩টার দিকে ওই গৃহবধূকে স্বজনরা মৃত অবস্থায় নিয়ে আসেন। পরে মরদেহ নিয়ে বাড়ি ফেরেন তাঁরা।
মন্তব্য করুন