- সারাদেশ
- শৈলকুপায় কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার
শৈলকুপায় কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ঝিনাইদহের শৈলকুপায় মাঠ থেকে হৃদয় বিশ্বাস (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার জাঙ্গালিয়া গ্রামের শখের দাইড় মাঠের ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে হৃদয়কে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রাখা হয়।
হৃদয় হোসেন জাঙ্গালিয়া গ্রামের তোতা বিশ্বাসের ছেলে। গত বুধবারে বাড়ি থেকে সে নিখোঁজ হয় বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, হৃদয় হোসেন গত বুধবারে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শামীম হোসেন নামের এক কৃষক মাঠে কীটনাশক ছিটাতে গিয়ে দেখেন ধান ক্ষেতের মধ্যে একটি মরদেহ পড়ে আছে। সে ভয়ে বাড়ি চলে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, জাঙ্গালিয়া গ্রামের ধানের মাঠ থেকে যে কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়েছে তার নাম হৃদয় হোসেন। সে মাদক সেবন করত বলে জানা গেছে। তবে হৃদয়কে কি কারণে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে।
মন্তব্য করুন