বগুড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রবিউল ইসলাম (১৭) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে শহরের উত্তর গোদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে রাত সাড়ে ৯ টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রবিউল ইসলাম ওই এলাকার নওশাদ আলীর ছেলে ও স্থানীয় টেকনিকাল ট্রেনিং সেন্টার বগুড়া নবম শ্রেণির ছাত্র।

এসব তথ্য নিশ্চিত করেছেন উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সুজন মিয়া।
 
স্থানীয়রা জানায়, শুক্রবার রাতে রবিউল কিছু কাজ শেষে বাড়িতে ফিরছিল। নিজের বাড়ির কাছাকাছি পৌঁছলে দুর্বৃত্তরা তাকে ধাওয়া করে উপর্যপুরি ছুরিকাঘাত করে। নওশাদ নিজেকে বাঁচাতে নিজ বাড়ি থেকে প্রায় ২০০ গজ দৌঁড়ে গিয়ে পড়ে যায় ও জ্ঞান হারিয়ে ফেলে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক নওশাদকে মৃত ঘোষণা করেন।

ইন্সপেক্টর সুজন মিয়া জানান, ঘটনাস্থল ঘিরে আমরা অভিযান চালাচ্ছি। এখনও খুনের মোটিভ নিশ্চিত হওয়া যায়নি। দুর্বৃত্তদের শনাক্তে কাজ চলছে।