বিএনপির গণসমাবেশের দিন বরিশাল নগরে মোবাইলের ইন্টারনেটে ধীরগতি দেখা দিয়েছে। শনিবার সকাল থেকে মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান গ্রামীণফোন, রবি ও এয়ারটেলের ইন্টারনেট সংযোগ পাওয়া যাচ্ছে না। এতে মোবাইলে ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার প্রায় বন্ধ হয়ে গেছে। 

এতে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন গণসমাবেশের সংবাদ প্রচারে দায়িত্বরত সংবাদকর্মীরা। ইন্টারনেটের ধীরগতির কারণে বঙ্গবন্ধু উদ্যান থেকে সরাসরি সংবাদ প্রচার করা যাচ্ছে না।

বরিশালের সিনিয়র সাংবাদিক আকতার ফারুক শাহীন জানান, ইন্টারনেটের ধীর গতির কারণে বঙ্গবন্ধু উদ্যান থেকে সমাবেশের সরাসরি সম্প্রচার কিংবা তথ্য সরবরাহের কোন উপায় নেই।  

নগরের বিভিন্ন এলাকার বাসিন্দারা জানান, তারা মোবাইলে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করতে পারছেন না।

বরিশালের ব্রন্ডব্যান্ড সেবাদানকারী প্রতিষ্ঠান ইউরোটেলের ব্যবস্থাপনা পরিচালক এস.এম জাকির হোসেন জানান, শুধুমাত্র মোবাইলের ইন্টারনেটে এমন সমস্যা দেখা দিয়েছে। মাঝে মাঝে সংযোগ পাওয়া গেলেও গতি খুবই কম। তবে ব্রন্ডব্যান্ড প্রতিষ্ঠানগুলোর সেবা স্বাভাবিক রয়েছে।