- সারাদেশ
- রংপুরে যুবলীগের সম্মেলন শুরু
রংপুরে যুবলীগের সম্মেলন শুরু

দলীয় পতাকা, বেলুন ও পায়রা উড়িয়ে রংপুর জেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়েছে। শনিবার সকাল সোয়া ১১টার দিকে রংপুর জিলা স্কুল মাঠে এ সম্মেলনের উদ্বোধন করেন সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ।
সম্মেলনে অন্যদের মধ্যে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খাঁন নিখিল, বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য শাজাহান খান, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সংসদ সদস্য একেএম আহসানুল হক চৌধুরী ডিউক প্রমুখ অংশ নিয়েছেন।
এদিকে দীর্ঘ ২৬ বছর পর অনুষ্ঠিত সম্মেলনকে সফল করতে জেলার বিভিন্ন উপজেলা থেকে যুবলীগের নেতারা মিছিল নিয়ে সম্মেলন স্থলে আসেন।
মন্তব্য করুন