- সারাদেশ
- শাহ আমানত বিমানবন্দরে আড়াই লাখ দিরহামসহ যাত্রী আটক
শাহ আমানত বিমানবন্দরে আড়াই লাখ দিরহামসহ যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মোহাম্মদ আলী নামে শারজাহগামী এক যাত্রীর কাছ থেকে আড়াই লাখ দিরহাম জব্ধ করা হয়েছে। শনিবার ভোর সাড়ে ৬ টার দিকে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার সহায়তায় শুল্ক্ক গোয়েন্দা বিভাগ বিদেশি মুদ্রাসহ তাকে আটক করে। পরে তাকে পতেঙ্গা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক বশির আহমেদ।
তিনি বলেন, দুবাইগামী যাত্রী মোহাম্মদ আলীর কাঁধে থাকা ব্যাগ থেকে ২ লাখ ৫১ হাজার ৭৯০ দিরহাম; বাংলাদেশি টাকায় যার মুল্য ৭৩ লাখ ১৫ হাজার ১৭৯ টাকা জব্দ করা হয়। তিনি এয়ার এরাবিয়ার জি নাইন- ৫২৭ ফ্লাইটের যাত্রী ছিলেন। আলীর ব্যাগের ভেতর সেলাই করা অবস্থায় মুদ্রাগুলো ছিল।
তিনি আরও বলেন, আটক মোহাম্মদ আলীর গ্রামের বাড়ি সাতকানিয়ার আফজালনগরের ছদাহা এলাকায়। এসময় তার কাছ থেকে ৬টি মোবাইল ফোনও উদ্ধার করা হয়। তিনি চলতি বছর মোট ছয় বার আন্তর্জাতিক গন্তব্যে আসা-যাওয়া করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এর আগেও বৈদেশিক মুদ্রা পাচার করেছেন বলে কাস্টমস গোয়েন্দাদের কাছে স্বীকার করেছেন।
তার বিরুদ্ধে পতেঙ্গা থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান বশির আহমেদ।
মন্তব্য করুন