সিলেটের সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ, সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমেদ মিশু মারা গেছেন। শনিবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া...রাজিউন)। তার বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি স্ত্রী, একমাত্র ছেলেসহ অসংখ্য গুনগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে সিলেটের সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত জানিয়েছেন, নগরীর রায়নগর বাসায় ভোরে হঠাৎ মিশফাক আহমদ মিশুর শ্বাসকষ্ট বেড়ে গেলে দ্রুত নগরীর উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিন্তু চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মাগরিবের নামাজের পর হযরত শাহজালাল (রহ.) দরগাহ প্রাঙ্গনে মিশুর জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সিলেট এমসি কলেজের সাবেক শিক্ষার্থী মিশফাক আহমদ মিশুর মডেল হিসেবে টেলিভিশন পর্দায় আবির্ভাব ঘটে  ৯০ দশকে। তিনি একাধিক বিজ্ঞাপনে মডেলিংয়ের পাশাপাশি টিভি নাটকেও অভিনয় করেন। টেলিভিশনের আগ থেকেই মঞ্চ নাটকের সাথে সম্পৃক্ত ছিলেন মিশু। লিটল থিয়েটার সিলেটের নাট্যকর্মী ছিলেন। ২০১৬ সাল থেকে সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া তিনি সিলেট মহানগর জাসদের সভাপতির দায়িত্বও পালন করেন।

এদিকে মিশুর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট ১ আসনের সংসদ সদস্য, পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, গণতন্ত্রী পার্টির সভাপতি ব্যরিষ্টার আরশ আলী, জেলা সিপিবি সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য, জাসদ জেলা সভাপতি লোকমান আহমেদ, মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী ও সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী, জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ প্রমুখ।