- সারাদেশ
- ২২ বছর আত্মগোপনে থাকা আসামি র্যাবের হাতে আটক
২২ বছর আত্মগোপনে থাকা আসামি র্যাবের হাতে আটক

অস্ত্র মামলায় মামলায় গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ২২ বছর আত্মগোপনে ছিলেন সলিমুল্লাহ
এ সময় তিনি ভিন্ন ভিন্ন পরিচয়ে দেশের বিভিন্ন এলাকায় ঘুরে বেড়িয়েছেন। তাতেও অবশ্য শেষ রক্ষা হয়নি। শেষ পর্যন্ত ধরা পড়েছেন র্যাবের হাতে।
গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাতে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের ছনখোলা এলাকায় অভিযান চালিয়ে সলিমুল্লাহকে গ্রেপ্তার করে র্যাব-১৫ এর একটি দল।
সলিমুল্লাহ কক্সবাজার পৌরসভার পাহাড়তলী এলাকার বাসিন্দা আব্দুল মজিদের ছেলে।
শনিবার দুপুরে কক্সবাজার র্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী এসব তথ্য জানান।
আবু সালাম চৌধুরী জানান, ১৯৯৯ সালে অস্ত্র পাচারের অভিযোগে কক্সবাজার সদর থানায় সলিমুল্লাহর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়। সেই মামলায় গ্রেপ্তার এড়াতে ২২ বছর ভিন্ন ভিন্ন পরিচয়ে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করেন তিনি। শুক্রবার মধ্যরাতে পিএমখালীর ছনখোলা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব তথ্য জানিয়েছে সলিমুল্লাহ।
তিনি আরও বলেন, অস্ত্র পাচার ও মামলার সঙ্গে সলিমুল্লাহ তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন। সব আইনি প্রক্রিয়া শেষে তাকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হবে।
মন্তব্য করুন