দীর্ঘ ২৪ বছর পর ঢাকার ধামরাই উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠিত হয়েছে। গতকাল শুক্রবার এর অনুমোদন দেন ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির। এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁরা বিষয়টি নিশ্চিত করেন।

একই সঙ্গে ধামরাই পৌরসভা, ধামরাই সরকারি কলেজ ও কুশুরা নবযুগ ডিগ্রি কলেজ শাখায়ও আংশিক কমিটি ঘোষণা করা হয়। জেলা ছাত্রলীগের নেতারা জানিয়েছেন, এক বছরের জন্য তাঁরা এ কমিটির অনুমোদন দিয়েছেন। যদিও কত দিনের মধ্যে কমিটি পূর্ণাঙ্গ করতে হবে, সে বিষয়ে কিছু বলা হয়নি বিজ্ঞপ্তিতে।
৯ সদস্য নিয়ে গঠিত উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটিতে সভাপতি করা হয়েছে জামিল হোসেনকে। সাধারণ সম্পাদক হয়েছেন মাহাবুব রহমান। এ ছাড়া সুমন হোসেন ও শাকিল হোসেন সহ-সভাপতি, আশিকুল ইসলাম, আজিজুল খান ও মিনহাজ উদ্দিন যুগ্ম সাধারণ সম্পাদক এবং আব্দুল্লাহ আশ শাবীব ও হাবিবুর রহমান আকাশ সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন।

সর্বশেষ ১৯৯৮ সালে সুব্রত পালকে সভাপতি ও আনোয়ার জাহিদকে সাধারণ সম্পাদক করে উপজেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি করা হয়েছিল। ২০০০ সালে মেয়াদ শেষ হলেও তাঁরা ২০০১ সালের জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করেন। এরপর ২০১২ ও ২০১৯ সালে দুই দফায় আহ্বায়ক কমিটি করা হয়।
নতুন সভাপতি জামিল হোসেন এ বিষয়ে বলেন, দীর্ঘদিন কমিটিশূন্য ছিল উপজেলা ছাত্রলীগ। এখন সংগঠনকে চাঙ্গা করতে মনোযোগ দেওয়াই হবে তাঁর মূল কাজ।

পৌর ছাত্রলীগের ১১ সদস্যের আংশিক কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন রাজু আহম্মেদ রাজন; সাধারণ সম্পাদক হয়েছেন আবু বকর সিদ্দিক ইমরান। এ ছাড়া সহ-সভাপতি হয়েছেন আবির আব্দুল্লাহ ও জাহিদুল ইসলাম। যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সজীব দাস সজল, ইব্রাহিম ভূঁইয়া ও মারফিউল হোসেন সুপ্ত। নাজমুল হাসান, নাহিদ হোসেন, তুহিন হোসেন ও হিমেল হাসানকে করা হয়েছে সাংগঠনিক সম্পাদক। ২০১২ সালে গঠিত পৌর ছাত্রলীগের কমিটি ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করে। এরপর আহ্বায়ক কমিটি গঠিত হয়।

ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের ৯ সদস্যের কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক করা হয়েছে যথাক্রমে সাইদুল ইসলাম পিয়াস ও আশরাফুল ইসলাম শুভকে। জয় হোসেন ও মিজানুর রহমান সিয়াম সহ-সভাপতি, ফারদিন খান সৌমিক ও বিজয় আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক, মেহেদী হাসান, সাজিদ হাসান ও রিফাত হোসেন সাংগঠনিক সম্পাদক হয়েছেন।

কুশুরা নবযুগ ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি হিসেবে আমিনুর ইসলাম আবির এবং সাধারণ সম্পাদক হিসেবে কৌশিক আহমেদের নাম ঘোষণা করা হয়েছে। ২০১২ সালে দুটি কলেজে কমিটি করা হয়েছিল। ২০১৫ সালে তাদের কার্যক্রম স্থগিত করা হয়।

ধামরাই সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নতুন সভাপতি সাইদুল ইসলাম পিয়াস বলেন, সংগঠনের ভাবমূর্তি ধরে রাখাই তাঁর প্রধান দায়িত্ব। সেই সঙ্গে গতিশীল নেতৃত্ব প্রতিষ্ঠায় যা করা প্রয়োজন, সবই করা হবে।

ঢাকা জেলা (উত্তর) ছাত্রলীগের সভাপতি সাইদুল ইসলাম বলেন, দীর্ঘদিন কমিটি না থাকায় ওই শাখাগুলোয় সাংগঠনিক কাজের গতি কমে গিয়েছিল। নতুন নেতৃত্বের পথও বন্ধ ছিল।