- সারাদেশ
- দেওয়ানগঞ্জ ছাত্রলীগের সভাপতি-সম্পাদক বহিষ্কার
দেওয়ানগঞ্জ ছাত্রলীগের সভাপতি-সম্পাদক বহিষ্কার

রাকিবুল হাসান রুবেল ও মো. সোহেল রানা (ডানে)
জামালপুর জেলা আওয়ামী লীগ ও সিনিয়র নেতৃবৃন্দ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল ও সাধারণ সম্পাদক মো. সোহেল রানাকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।একই সঙ্গে ওই উপজেলা ছাত্রলীগের সব সাংগঠিক কার্যক্রম স্থগিত করা হয়েছে।
শনিবার বিকেলে জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান এবং সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিস্কার আদেশে বলা হয়, ‘শুক্রবার দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মিছিলে জেলা আওয়ামী লীগ নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান রুবেল এবং সাধারণ সম্পাদক মো. সোহেল রানাকে সাময়িক বহিষ্কার করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রলীগের সব কার্যক্রম স্থগিত করা হলো।’
এ ছাড়া বহিস্কার আদেশে রুবেল-রানার বিরুদ্ধে কেন শাস্তিমূলক সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না আগামী তিন কর্মদিবসের মধ্যে তার জবাব দিতে বলা হয়েছে।
জেলা ছাত্রলীগের সভাপতি খাবিরুল ইসলাম খান বলেন, ‘গতকাল শুক্রবার উপজেলা আওয়ামী লীগ আয়োজিত মিছিলে জেলা আওয়ামী লীগ ও সিনিয়র নেতাদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন তারা। এ কারণে তাদের বিরুদ্ধে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে।’
মন্তব্য করুন