- সারাদেশ
- হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের
হাতির আক্রমণে প্রাণ গেল কৃষকের

প্রতীকী ছবি
শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড়ের তাওয়াকুচা গ্রামে হাতির আক্রমণে এক কৃষক নিহত হয়েছেন। নিহত রবিজল (৫৫) হক টিলা পাড়ার মৃত সমশেখের ছেলে।
নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আমন ধান পেকে যাওয়ায় ওই এলাকায় কয়েকদিন ধরে হাতির আনাগোনা বেড়ে গেছে। খাবারের সন্ধানে আসা একপাল হাতি শুক্রবার রাতে টিলা পাড়ায় রবিজলের ধান ক্ষেতে আক্রমণ করে। এ সময় দিশেহারা ওই কৃষক ৮-১০ জন সঙ্গীসহ হাতে দা নিয়ে হাতি তাড়াতে যান। পরে তিনি তার হাতে থাকা টর্চলাইটের আলো জ্বালিয়ে হাতিকে মারতে গেলে হাতি তাকে আক্রমণ করে।
নিহতের ভাই রফিকুল ইসলাম বলেন, হাতি আমার ভাইকে লাথি দিয়ে কাঁদা মাটিতে ফেলে দেয়। পরে পা দিয়ে পিষে তার মুখ, পা, চোখ ও বুকে আঘাত করলে তিনি জ্ঞান হারান। এ সময় হাতির আক্রমণে দিশেহারা সবাই দৌড়ে নিরাপদ স্থানে চলে আসেন। এর কিছুক্ষণ পর আগুন জ্বালিয়ে লোকজন ক্ষেতে গিয়ে রবিজল ভাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠান।
ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মো. আল-আমীন বলেন, হাতির আক্রমণে ওই কৃষক ঘটনাস্থলেই মারা যান। তিনি বলেন, মৃত কৃষকের পা ভাঙা ছিল, মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল এবং একটি চোখ সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে।
ঝিনাইগাতী থানার ওসি মনিরুল আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হবে। নিহতের স্বজনদের ইচ্ছার ওপর নির্ভর করবে লাশ ময়নাতদন্ত হবে কি হবে না। তারা যদি বিনা ময়নাতদন্তে লাশ দাফন করতে চান তবে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের কাছে আবেদন করতে হবে।
মন্তব্য করুন