নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় মিলল নিখোঁজ বুয়েট শিক্ষার্থীর লাশ
বুয়েট ছাত্র ফারদিন নূর পরশ
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ নভেম্বর ২০২২ | ১০:৩৪ | আপডেট: ০৭ নভেম্বর ২০২২ | ১০:৩৪
নিখোঁজের তিন দিন পর নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে বুয়েটের ছাত্র ফারদিন নূর পরশের (২৩) লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন বনানী ঘাট সংলগ্ন লক্ষ্মী নারায়ণ কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে নৌ পুলিশ।
নিহত ফারদিন নূর পরশ রাজধানীর ডেমরার কোনাপাড়ার বাসিন্দা কাজী নুরুদ্দিন রানার ছেলে। তাদের বাড়ি নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের নয়ামাটি এলাকায়।
নারায়ণগঞ্জ নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, সিদ্ধিরগঞ্জ থানাধীন বনানী ঘাট সংলগ্ন লক্ষ্মী নারায়ণ কটন মিলের পেছনে শীতলক্ষ্যা নদীতে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় আনুমানিক ২৩ বছর বয়সি তরুণের লাশ পাওয়া যায়। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ বিষয়টি সদর নৌ পুলিশ ফাঁড়ির অধীন হওয়ায় নৌ পুলিশকে জানায় এবং নৌ পুলিশ লাশ উদ্ধার করে। পরে লাশের পরিচয় মেলে।
গত শুক্রবার (৪ নভেম্বর) রাজধানীর রামপুরা থেকে নিখোঁজ হন তিনি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) সিভিল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষে পড়তেন।
পরশের বাবা কাজী নুরুদ্দিন সন্তান নিখোঁজের কথা জানিয়ে গত শনিবার (৫ নভেম্বর) রামপুরা থানার সাধারণ ডায়েরি অন্তর্ভুক্ত করেন।