- সারাদেশ
- ব্রিটিশ কাউন্সিলের ৭০ বছরপূর্তিতে শিল্পকর্ম প্রদর্শনী
ব্রিটিশ কাউন্সিলের ৭০ বছরপূর্তিতে শিল্পকর্ম প্রদর্শনী

বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিল ৭০ বছরপূর্তি উদযাপন উপলক্ষে ব্রিটিশ এবং বাংলাদেশি শিল্পীদের শিল্পকর্ম নিয়ে চার দিনব্যাপী প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের রশিদ চৌধুরী আর্ট গ্যালারিতে 'আর্টিস্টস মেক স্পেস (এএমএস)' শীর্ষক এ প্রদর্শনী শুরু হয়। আগামী ১২ নভেম্বর পর্যন্ত বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এ প্রদর্শনী। এটি সবার জন্য উন্মুক্ত। 'বৃত্ত আর্টস ট্রাস্ট (বাংলাদেশ)', 'তারা থিয়েটার (যুক্তরাজ্য)' ও 'ব্রিটিশ কাউন্সিল' এর আয়োজন করেছে।
প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শিরীণ আখতার ও উপ-উপাচার্য অধ্যাপক বেনু কুমার দে। এ ছাড়া আরও অনেকে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন