ফরিদপুর শহরের পুরাতন বাসস্ট্যান্ডে পিয়ারলেস (প্রা.) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে বিক্রয়-নিষিদ্ধ সরকারি ওষুধ পাওয়ায় এর মালিক ও ব্যবস্থাপনা পরিচালক আসাদুজ্জামান আসাদকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

সোহেল শেখ বলেন, পিয়ারলেস (প্রা.) হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের পেছনে একটি কক্ষ এবং দ্বিতীয় তলা থেকে সরকারি ইনজেকশনসহ চার প্রকার ওষুধ উদ্ধার করা হয়েছে। ওষুধগুলো জব্দ করে মামলার আলামত হিসেবে রাখা হয়েছে। অভিযানকালে সিভিল সার্জন অফিসের খাদ্য পরিদর্শক বজলুর রশিদ খান, ঔষধ প্রশাসনের প্রতিনিধিসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযোগ আছে, দীর্ঘদিন ধরে গোপনে সরকারি হাসপাতাল থেকে ওষুধ এনে চড়া দামে বিক্রি করে পিয়ারলেস (প্রা.) হাসপাতাল। ফরিদপুরের সিভিল সার্জন ডা. ছিদ্দীকুর রহমান বলেন, প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।