আগামী ২৪ ডিসেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ৫ লক্ষাধিক মানুষের সমাগম ঘটাতে চায় জেলা আওয়ামী লীগ। যশোর শামসুল হুদা স্টেডিয়ামে স্মরণকালের বৃহৎ জনসমাবেশ ঘটাতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সমাবেশস্থলে জায়গা বাড়াতে স্টেডিয়ামের উত্তর পাশের গ্যালারি ভেঙে ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠের সঙ্গে একীভূত করা হয়েছে। তবে প্রথম শ্রেণির এই স্টেডিয়ামের একটি গ্যালারি ভেঙে ফেলায় ক্রীড়াপ্রেমীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট প্যাভিলিয়নের দোতলায় নৌকার আদলে ৪ হাজার ৮০০ বর্গফুটের মঞ্চ তৈরি হবে। জনসভায় বৃহত্তর যশোর জেলার নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা থেকেও নেতাকর্মীরা অংশ নেবেন। যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন সমকালকে বলেন, ৫০ বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টেডিয়াম মাঠে জনসভায় বক্তৃতা করেছেন। দীর্ঘ সময় পর তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামের জনসভায় অংশ নেবেন। মানুষের নিরাপত্তা নিশ্চিত করেতে পূর্ব পাশের জরাজীর্ণ গ্যালারিটি ভেঙে ফেলা হয়েছে।

মাঠ বড় করতে স্টেডিয়ামের গ্যালারি ভাঙায় ক্ষোভ: সমাবেশের জন্য মাঠ বড় করতে স্টেডিয়ামের একটি গ্যালারি ভেঙে ফেলায় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এসএম আকসাদ সিদ্দিকী শৈবাল বলেন, 'গ্যালারি ভাঙার বিষয়ে আমরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সঙ্গে কথা বলেছি। এই বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির দাবি করেন, প্রধানমন্ত্রীর সমাবেশ উপলক্ষে কয়েক দিন আগে ক্রীড়া প্রতিমন্ত্রী এসেছিলেন। সমাবেশের মাঠ বড় করতে গ্যালারি ভেঙে ফেলার নির্দেশনা দেওয়া হয়। সমাবেশ শেষে ভেঙে ফেলা জায়গায় নতুন করে প্রাচীর দেওয়া হবে। এ ছাড়া স্টেডিয়াম সংস্কার ও উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে নতুন করে দাবি জানাবে যশোর ক্রীড়া সংস্থা।