গাইবান্ধার গোবিন্দগঞ্জে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে। আজ সোমবার সকাল ১০টার দিকে উপজেলার কাটামোড় নামক স্থান থেকে লাশটি উদ্ধার করা হয়।

ভোরে স্থানীয়রা গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের পাশে একটি নির্মাণাধীন ঘরে যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

গোবিন্দগঞ্জ থানার ওসি ইজার উদ্দিন বলেন, রাতের কোনো এক সময় ওই যুবককে হত্যা করে লাশ ফেলে রেখে গেছে। তার গায়ের শার্ট গলায় পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে। লাশের পরনে জিন্স প্যান্ট ও গায়ে চেক শার্ট ছিল। লাশের কাছে থাকা মানিব্যাগে ছবি ছিল। ছবির নিচে সজীব মিয়া লেখা রয়েছে। লাশের পরিচয় শনাক্তসহ হত্যার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ।