সীমানা জটিলতায় স্থগিত হওয়া চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের নির্বাচনে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সোমবার বেলা পৌনে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদরের গ্রীনভিউ উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে এই ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ দুই প্রার্থীর সমর্থকদের ছত্রভঙ্গ করে দেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, কেন্দ্রের সামনে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে সদস্য প্রার্থী আব্দুল জলিল ও আব্দুল হাকিমের সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উভয়পক্ষ হাতাহাতি জড়িয়ে পড়ে। পরে অতিরিক্ত পুলিশ এসে উভয়কে ছত্রভঙ্গ করে দেয়। 

এদিকে সুষ্ঠ নির্বাচন নিয়ে সংশয় প্রকাশ করেছেন সদস্য প্রার্থী আব্দুল হাকিম। তবে অপরপ্রার্থী আব্দুল জলিল নির্বাচন সুষ্ঠু হচ্ছে বলে দাবি করেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জে জেলা পরিষদের পাঁচটি সাধারণ ওয়ার্ডে মোট ২০ জন সদস্য এবং ৫ জন নারী সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ জেলায় মোট ভোটার ৬৫৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫০৫ জন এবং নারী ১৫৪ জন ভোটার।

এর আগে ২৭ অক্টোবর মো. রুহুল আমিন জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। ফলে জেলা পরিষদের সদস্য পদ এবং সংরক্ষিত নারী সদস্যপদে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। 

প্রসঙ্গত, গত ১৩ সেপ্টেম্বর জেলা পরিষদ নির্বাচনে সীমানা জটিলতার অভিযোগ এনে উচ্চ আদালতে রিট পিটিশন করেন সংরক্ষিত নারী আসনের প্রার্থী শামীমা জাহান সারা। ওই পিটিশনের পরিপ্রেক্ষিতে গত ২৬ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। এরপর ১৫ অক্টোবর আদালতের বিচারিক কাজ শেষে জেলা পরিষদের নির্বাচনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।