পঞ্চগড়ের দেবীগঞ্জে ঢাকাগামী নাবিল পরিবহনের একটি বাস থেকে অস্ত্র-গুলিসহ দুই যাত্রীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে আট রাউন্ড গুলি, একটি পিস্তল ও একটি বিদেশি চাকু জব্দ করা হয়।

রোববার রাত ১১টার দিকে দেবীগঞ্জ থেকে ঢাকায় যাওয়ার সময় নাবিল পরিবহনের ওই বাস থেকে অস্ত্রসহ তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন বগুড়ার সূত্রাপুর গোহাইল রোড এলাকার মোশারফ হোসেনের ছেলে মাসুম কামাল মাসুম (৫৭) এবং একই জেলার দক্ষিণ ধাওয়াপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে আহসান হাবিব (৪০)।

পুলিশ জানায়, রোববার সকালে তারা দেবীগঞ্জের গাজকাঠি বাজারে ঘোরাফেরা করেছিল। রাতে তারা ঢাকাগামী নাবিল পরিবহনের নৈশকোচে ওঠে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ নাবিল পরিবহনের ওই বাসে অভিযান চালিয়ে তাদের আটক করে। তবে উদ্ধার গুলিসহ পিস্তলের বৈধ লাইসেন্স রয়েছে বলে দাবি করেছেন তারা।

দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন, আটক দুজন অস্ত্রের লাইসেন্সের ফটোকপি দেখিয়েছেন। এসব কাগজপত্রের সত্যতাসহ সবকিছু খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।