- সারাদেশ
- প্যানা পোস্টারে ছেয়ে গেছে শহর
প্যানা পোস্টারে ছেয়ে গেছে শহর

আগামী ১৬ নভেম্বর শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হতে যাচ্ছে। সাড়ে সাত বছর পর এই সম্মেলন ঘিরে দলটির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবের আমেজ বইছে। সম্মেলন সফল ও সার্থক করতে প্রতিদিন সম্ভাব্য প্রার্থীরা নিজ নিজ অনুসারীদের নিয়ে মিছিল করে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। এরই মধ্যে প্রার্থীদের ছবি সংবলিত প্যানা, পোস্টার আর ফ্যাস্টুনে ছেয়ে গেছে পুরো শহর।
সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থীদের নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে চলছে আলোচনা-সমালোচনা। ২০১৫ সালের জানুয়ারি মাসে শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সর্বশেষ ত্রিবার্ষিক সম্মেলন হয়। এ সম্মেলনে সরাসরি ভোটের মাধ্যমে আশরাফ হোসেন খোকা সভাপতি ও মোতাহার হোসেন লিটন সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ২০২১ সালের আগস্ট মাসে শারীরিক অসুস্থতার জন্য সভাপতি আশরাফ হোসেন খোকা তাঁর পদ থেকে সরে যান। এ সময় দলের সিনিয়র সহসভাপতি আবুল কালামকে ডিঙ্গিয়ে ৪ নম্বর সহসভাপতি মাহবুবুর রহমান সুজাকে ভারপ্রাপ্ত সভাপতির পদ দেওয়া হয়। আবার ২০২১ সালের ১৯ নভেম্বর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় ধানমন্ডির ৩/এ, অফিসে ময়মনসিংহ বিভাগীয় সমন্বয় টিমের সভায় উপস্থিত হয়ে খোকা তার পদে ফের বহাল হন। কেন্দ্র ঘোষিত আগামী ১৬ নভেম্বর সম্মেলনে বর্তমান কমিটি বিলুপ্ত করে নতুন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হবে।
শ্রীবরদী উপজেলা আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণার পর থেকেই কমিটির শীর্ষ পদ দুটির জন্য দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন অনেকে। প্রার্থীদের কেউ কেউ জেলা থেকে শুরু করে কেন্দ্রীয় নেতাদের সমর্থন পেতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এর মধ্যে সভাপতি পদের প্রার্থীরা হলেন- বর্তমান সভাপতি আশরাফ হোসেন খোকা, পৌর মেয়র মোহাম্মদ আলী লাল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবুর রহমান সুজা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ইফতেখার হোসেন কাফি জুবেরী, সাবেক পৌর মেয়র আবু সাইদ ও সংসদ সদস্যের ব্যক্তিগত সহকারী আমিরুল ইসলাম।
সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য প্রার্থী- বর্তমান সাধারণ সম্পাদক মোতাহার হোসেন লিটন, উপজেলা চেয়ারম্যান এডিএম সহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম ভাসানী, সাংবাদিক এআর সেলিম মিন্টু, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মেরাজ উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সালেম, উপজেলা আওয়ামী যুব লীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন ও মো. শাহী।
সম্মেলনে প্রধান অতিথি থাকবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ সদস্য বেগম মতিয়া চৌধুরী, বিশেষ অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সংস্কৃতিবিষয়ক সম্পাদক সংসদ সদস্য অসীম কুমার উকিল, মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমন্ড আরেং ও সংসদ সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফজলুল হক। সম্মেলন উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চন্দন কুমার পাল। সভাপতিত্ব করবেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফ হোসেন খোকা। সঞ্চালনা করবেন সাধারণ সম্পাদক মোতাহার হোসেন লিটন।
সভাপতি আশরাফ হোসেন খোকা জানান, সম্মেলনের মাধ্যমে নতুন কমিটি হবে। এতে উপজেলার তৃণমূলের নেতাকর্মীসহ আওয়ামী লীগের সাধারণ ভোটারদের মন চাঙ্গা হয়ে উঠবে। এরই ধারাবাহিকতায় আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রার্থী জয়লাভ করবেন। উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম গঠনতন্ত্র অনুযায়ী তৃণমূলের নেতাকর্মীর মতামতের ভিত্তিতে নেতা নির্বাচনের আবেদন জানিয়েছেন।
মন্তব্য করুন