- সারাদেশ
- মামলা করায় আপন ভাইকে কুপিয়ে হত্যা
মামলা করায় আপন ভাইকে কুপিয়ে হত্যা

অভিযুক্ত মো.নুেরু
ঝালকাঠির কাঁঠালিয়ায় জীবনের নিরাপত্তা চেয়ে বড় ভাইয়ের বিরুদ্ধে কোর্টে মামলা করায় ক্ষোভে ছোট ভাইকে কুপিয়ে হত্যা করেছে মো.নুরু (৫২) নামের এক ব্যক্তি।
সোমবার ভোরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের মহিষকান্দি গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত মো. নুরুকে আটক করেছে।
নিহতের নাম বেলাল হোসেন (৩৫)। তিনি উপজেলার মহিষকান্দি গ্রামের মৃত মমিন উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি ইলেকটিশিয়ানের কাজ করতেন। অভিযুক্ত মো. নুরু তারই আপন বড় ভাই। তিনি পেশায় একজন অটোগাড়ি চালক।
পুলিশ জানায়, ভোর সাড়ে ৫টার দিকে মো.নুরু ধারালো দা দিয়ে কুপিয়ে তার ছোট ভাই বেলাল হোসেনকে মারত্মক আহত করে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স (আমুয়া) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বেলালকে মৃত ঘোষণা করেন।
প্রতিবেশি আল আমিন জানান, বেলাল অবিবাহিত ছিল। তিনি বসবাসের জন্য আলাদা বাড়ির কাজ শুরু করেছেন। কাজ চলমান থাকায়, তাদের ঘরের একটি বারান্দায় তার বাবা আবদুস ছোবাহান হাওলাদারের সাথে রাতে ঘুমাতেন বেলাল। ভোরে হঠাৎ নুরু দা নিয়ে আল আমিনের বাড়িতে আসেন এবং উচ্চস্বরে বেলালকে ডাকাডাকি করেন। এ সময় তার বাবা ওজু করতে বাইরে গেলে ঘুমন্ত অবস্থায় বেলালকে কুপিয়ে জখম করে নুরু। রক্তাক্ত অবস্থায় বেলালকে উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি সদস্য আ. মন্নান হাওলাদার জানান, নুরুর সাথে তারই ছোট ভাই বেলালের জমিজমা ও গাছ কাটা নিয়ে দ্বন্দ্ব চলছে। এ নিয়ে তাদের মধ্যে কয়েকটি মামলা চলমান। সম্প্রতি বড় ভাই নুরুল হক নুরু, তার স্ত্রী পাখি বেগম, তাদের ছেলে সাকিব হোসেন ও পুত্রবধূকে আসামি করে জীবনের নিরাপত্তা চেয়ে কোর্টে একটি মামলা করেন বেলাল হোসেন। রোববার আদালত থেকে ওই মামলার নোটিশ পায় নুরু। এতে ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটাতে পারে সে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
কাঁঠালিয়া থানার ওসি মো.মুরাদ আলী জানান, এ ঘটনায় অভিযুক্ত নুরুকে আটক করে থানায় আনা হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন