শ্রদ্ধা ভালবাসা ও চোখের জলে চিরবিদায় নিলেন 'স্কয়ার মাতা' অনিতা চৌধুরী। সোমবার দুপুরে পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের বৈকন্ঠপুরের এস্ট্রাস খামারবাড়িতে স্বামী স্যামসন এইচ চৌধুরীর সমাধির পাশে তাকে সমাহিত করা হয়।

এ সময় তার বড় ছেলে স্কয়ার গ্রুপের চেয়ারম্যান স্যামুয়েল এস চৌধুরী, মেয়ে স্কয়ার গ্রুপের ভাইস চেয়ারম্যান রত্না পাত্র, মেজো ছেলে স্কয়ার ফার্মার ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ছোট ছেলে অঞ্জন চৌধুরী পিন্টু, নুরুজ্জামান বিশ্বাস এমপি, এফবিসিসিআইর সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ. কে. আজাদ, বিসিআইর সাবেক সভাপতি আলহাজ মাহবুবুর রহমান, পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন, পাবনার পুলিশ সুপার মো. আকবর আলী মুন্সি, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে সকালে ঢাকা থেকে পাবনার আতাইকুলা চার্চে অনিতা চৌধুরীর মরদেহ নিয়ে আসা হয়। সেখানে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। 

অনিতা চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান স্বজনরা। ছবি-সমকাল

পরে আতাইকুলা চার্চে 'স্কয়ার মাতা'র অন্তুষ্টিক্রিয়া হয়। সেখানে বিশেষ প্রার্থনা পরিচালনা করেন চার্চের ফাদার রুবেন সলিল বিশ্বাস। পরিবারের পক্ষ থেকে সেখানে বক্তব্য রাখেন তার মেজ সন্তান স্কয়ার গ্রুপের পরিচালক তপন চৌধুরী।

স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যামসন এইচ চৌধুরীর সহধর্মিণী স্কয়ারের প্রায় ৬৪ হাজার কর্মীকে নিজ সন্তানের মতো স্নেহ-ভালবাসা দেওয়ায় তিনি ‘স্কয়ার মাতা’ হিসেবে পরিচিতি পান।

স্কয়ার পরিবারের সূত্রে জানা যায়, স্যামসন এইচ চৌধুরীর ব্যবসায়িক সফলতার পেছনের কারিগর ছিলেন অনিতা চৌধুরী। ১৯৩২ সালের ৫ আগস্ট জন্মগ্রহণ করেন তিনি। ১৯৪৭ সালের ৬ আগস্ট স্যামসন এইচ চৌধুরীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। সন্তানদের লালনপালন করে স্বামীর সব সুখ-দুঃখে পাশে থেকে পরামর্শ দিতেন অনিতা চৌধুরী। তিনি পাবনার ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের প্রিয়প্রাত্র ছিলেন। 

অনিতা চৌধুরীর সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান এফবিসিসিআইর সাবেক সভাপতি ও হা-মীম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ. কে. আজাদ। ছবি-সমকাল

রোববার দুপুর ১টা ৬ মিনিটে ‘স্কয়ার মাতা’ অনিতা চৌধুরী ৯০ বছর বয়সে ঢাকার স্কয়ার হাসপাতালে পরলোকগমন করেন।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য ও প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান মো. সাহাবুদ্দিন চপ্পু।

এছাড়া আরও শোক প্রকাশ করেছেন- পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স এমপি, পাবনা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ মোশারোফ হোসেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাষ্ট্রির সভাপতি মো. সাইফুল আলম স্বপন চৌধুরী, পাবনা পৌরসভার সাবেক মেয়র কামরুল হাসান মিন্টু, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার হাবিবুর রহমান হাবিব, জেলা যুবলীগের আহ্বায়ক আলী মতুর্জা বিশ্বাস সনি, যুগ্ম আহ্বায়ক শিবলী সাদিক প্রমুখ।