- সারাদেশ
- মা-বাবাকে জুতাপেটা: দুই ছেলে গ্রেপ্তার, অন্যরা পালাতক
মা-বাবাকে জুতাপেটা: দুই ছেলে গ্রেপ্তার, অন্যরা পালাতক

বরিশালের উজিরপুরে বৃদ্ধ মা-বাবাকে ১০০ জুতাপেটা করা দুই ছেলে অমল মণ্ডল ও শ্যামল মণ্ডলকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার হারতা ইউনিয়নের কালবিলা গ্রাম থেকে উজিরপুর মডেল থানা পুলিশের একটি দল তাদের গ্রেপ্তার করে। এ ঘটনায় জড়িত অন্যরা পালিয়ে বেড়াচ্ছে।
সোমবার আদালতের মাধ্যমে গ্রেপ্তার দু'জনকে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন উজিরপুর থানার ওসি কামরুল হাসান।
তিনি বলেন, সন্তানের পিটুনিতে আহত স্বরস্বতী মণ্ডল তাঁর তিন ছেলে অমল মণ্ডল, বিবেক মণ্ডল, শ্যামল মণ্ডল ও পুত্রবধূ মুক্তা মণ্ডলকে আসামি করে রোববার রাতে থানায় একটি মামলা করেন। ওই মামলায় দুই ছেলেকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
শনিবার পারিবারিক বিরোধের জেরে বৃদ্ধ মা-বাবাকে টেনেহিঁচড়ে বাড়ি থেকে বের করে দিয়ে জুতাপেটা করেছে তাঁদের তিন ছেলে ও এক পুত্রবধূ।
মন্তব্য করুন