- সারাদেশ
- বশেমুরবিপ্রবির প্রথম মেধা তালিকার অর্ধেকই ভর্তি হয়নি
বশেমুরবিপ্রবির প্রথম মেধা তালিকার অর্ধেকই ভর্তি হয়নি

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) স্নাতক প্রথম বর্ষের প্রথম মেধা তালিকার ১৩৫৫ জনের অর্ধেকসংখ্যক শিক্ষার্থীই ভর্তি হননি। গত রোববার ভর্তি কার্যক্রম সমাপ্ত হয়েছে। ভর্তি সংক্রান্ত কমিটি জানিয়েছে, এবারই প্রথম মেধা তালিকা থেকে ভর্তির হার সবচেয়ে কম।
ভর্তি সংক্রান্ত কমিটি সূত্রে জানা গেছে, গত ৭ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রথম মেধা তালিকা প্রকাশ করা হয়। ওই দিন থেকেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়। এ বছর আর্কিটেকচার বিভাগ ও কোটা ব্যতীত ১৩৫৫ জনের নাম তালিকায় রাখা হয়। ওই তালিকা থেকে ভর্তি হয়েছে মাত্র ৬৭৪ জন। ৬৮১ আসনই ফাঁকা।বিভাগ অনুযায়ী ভর্তি হওয়া মোট শিক্ষার্থীর মধ্যে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমে ১৫, কৃষি বিভাগে ২১, অ্যানিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগে ২৪, অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৬, বাংলা বিভাগে ২৭, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগে ১৯, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৭, বোটানি বিভাগে ২১, পদার্থবিজ্ঞান বিভাগে ২৪, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগে ২১, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ২৪, অর্থনীতি বিভাগে ২৮, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগে ১৯, ইংরেজি বিভাগে ১৩, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে ২৪, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগে ১৪, ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগে ২৩, ফুড অ্যান্ড এগ্রো প্রসেসিং বিভাগে ১৮ জন, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ২৩, আইন বিভাগে ১৭, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ১৭, মার্কেটিং বিভাগে ২২, ফার্মেসি বিভাগে ৯, রসায়ন বিভাগে ১৭, রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ৩০, মনোবিজ্ঞান বিভাগে ২৩, লোক প্রশাসন বিভাগে ৩৪, সমাজকর্ম বিভাগে ২৮, পরিসংখ্যান বিভাগে ১৮ ও ট্যুরিজম অ্যান্ড হসপিটাল ম্যানেজমেন্ট বিভাগে ২৩ জন ভর্তি হয়েছেন।
অন্যদিকে আর্কিটেকচার বিভাগে মূল পরীক্ষাসহ ব্যবহারিক পরীক্ষা রয়েছে। ওই পরীক্ষা শেষে পরবর্তীতে আর্কিটেকচার বিভাগে ভর্তি কার্যক্রম শুরু হবে বলে কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।
ভর্তি পরীক্ষা কমিটির সভাপতি প্রফেসর ড. মো. শাহজাহান বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এ বছরই মেধা তালিকা থেকে কম ভর্তি। গুচ্ছ পদ্ধতিতে অনেকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছে। দ্রুত দ্বিতীয় মেধা তালিকা প্রকাশ করে খালি আসন পূরণ করা হবে।
মন্তব্য করুন