বরগুনার পাথরঘাটা শুঁটকিপল্লিতে নেওয়ার সময় একটি ট্রলার থেকে প্রায় ১ হাজার ২০০ বাচ্চা হাঙর জব্দ করেছে কোস্টগার্ড। সোমবার দুপুর ১২টার দিকে পাথরঘাটার বিশখালী ও চরদুয়ানী বলেশ্বর নদীর বাড়ানী খালে ট্রলার থামিয়ে মাছগুলো পাওয়া যায়। এ সময় মাঝি মনিরকে আটক করা হলেও পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়। পাথরঘাটা কোস্টগার্ড স্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম এ মুজতবা বিষয়টি নিশ্চিত করেছেন।

পাথরঘাটা বন বিভাগের সদর বিট অফিসার শহিদ উদ্দিন জানান, বন্যপ্রাণী আইনে সমুদ্র থেকে যে কোনো ধরনের হাঙর শিকার নিষিদ্ধ। তবে বিভিন্ন প্রজাতির মাছ, হাঁস, মুরগি ও গবাদি পশুর খাদ্যে হাঙরের তেল ব্যবহার করা হয়। বাজারে চাহিদা থাকায় কিছু অসাধু জেলে হাঙর শিকার করছেন। সোমবার সুনির্দিষ্ট তথ্য পেয়ে পাথরঘাটা কোস্টগার্ড অভিযান চালিয়ে প্রায় সাত মণ হাঙরসহ ওই মাঝিকে আটক করে। বন বিভাগের কাছে হস্তান্তর করার পর তারা হাঙরগুলো মাটিচাপা দেয়। আর হাঙর শিকার নিষিদ্ধের বিষয়টি জানা না থাকায় মাঝি মনিরকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

মাঝি মনির বলেন, পাথরঘাটা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শুঁটকি ব্যবসায়ী জামাল মিয়া বিএফডিসি পাইকারি মাছ বাজারের জেলেদের কাছ থেকে হাঙরগুলো কিনে তাঁকে পরিবহনের জন্য দিয়েছিলেন। তিনি ট্রলারে করে শুঁটকিপল্লিতে নেওয়ার পথে কোস্টগার্ড আটক করে।