সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান বলেছেন, কোনো দলের মুখপত্র নয় সমকাল। এটি দল নিরপেক্ষ ও মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত। মানবতাবোধ, মুক্তিযুদ্ধ, নারী অধিকার, দেশের উন্নয়ন-অগ্রগতিতে ভূমিকা রাখার পাশাপাশি পাঠকের কাছে দায়বদ্ধতার কথা মাথায় রেখে প্রকাশনার শুরু থেকে সাহসিকতার সঙ্গে সমকাল এগিয়ে যাচ্ছে।

সোমবার কুমিল্লার ঐতিহ্যবাহী পল্লী উন্নয়ন একাডেমি (বার্ড) মিলনায়তনে সমকালের বৃহত্তর কুমিল্লার (কুমিল্লা, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া) জেলা ও উপজেলা প্রতিনিধি সম্মেলনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবু সাঈদ খান বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির ক্রমবিকাশের কারণে তাৎক্ষণিকভাবেই বিভিন্নভাবে পাঠকের কাছে খবর পৌঁছে যায়। তাই খবরের পেছনের খবর এবং খবরের রহস্য বের করে আনতে সব প্রতিনিধির প্রতি তিনি আহ্বান জানান। তিনি বলেন, সমকাল সাধারণ মানুষের কষ্ট ও সংকটের কথা বলে। এ ব্যাপারে আরও দায়িত্বশীল হওয়ার জন্য তিনি প্রতিনিধিদের নির্দেশনা দেন।
সম্মেলনে সমকালের নগর সম্পাদক ও সিনিয়র সাংবাদিক শাহেদ চৌধুরী, মফস্বল ইনচার্জ মনিরুল ইসলাম, সার্কুলেশন বিভাগের মহাব্যবস্থাপক মো. হারুনুর রশীদ, সুহৃদ সমাবেশের বিভাগীয় সম্পাদক মো. আসাদুজ্জামান, বিপণন বিভাগের সিনিয়র এক্সিকিউটিভ গোলাম সাব্বির বক্তব্য দেন।
আরও বক্তব্য দেন কুমিল্লা প্রতিনিধি মো. কামাল উদ্দিন, ব্রাহ্মণবাড়িয়ার নিজস্ব প্রতিবেদক আবদুন নূর, চাঁদপুর প্রতিনিধি ইকবাল পাটোয়ারী, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মহিউদ্দিন মাহী, কুমিল্লার বিজ্ঞাপন প্রতিনিধি আবুল খায়ের পাটোয়ারী ও ফটোসাংবাদিক এন কে রিপন।
উপজেলা প্রতিনিধিদের মধ্যে বক্তব্য রাখেন কুমিল্লার মুরাদনগর প্রতিনিধি বেলাল উদ্দিন আহমেদ, চৌদ্দগ্রাম প্রতিনিধি মজিবুর রহমান বাবলু, লাকসাম প্রতিনিধি নাসির উদ্দিন চৌধুরী, দেবিদ্বার প্রতিনিধি সৈয়দ খলিলুর রহমান বাবুল, দাউদকান্দি প্রতিনিধি রাশেদুল ইসলাম লিপু, চাঁদপুরের হাজীগঞ্জ প্রতিনিধি কামাল হোসেন, মতলব প্রতিনিধি ইকবাল হোসেন, কচুয়া সংবাদদাতা শান্ত ধর, ব্রাহ্মণবাড়িয়ার কসবা প্রতিনিধি সোলেমান খান, নবীনগর প্রতিনিধি মাহাবুব আলম লিটন, আশুগঞ্জ প্রতিনিধি আনোয়ার হোসেন, আখাউড়া প্রতিনিধি নাসির উদ্দিন, বাঞ্ছারামপুর প্রতিনিধি আমজাদ হোসেন সজল, নাসিরনগর প্রতিনিধি মুরাদ মৃধা। পরে সমকাল সুহৃদ কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও জেলা সদস্য এবং সংবাদপত্র এজেন্টদের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।