- সারাদেশ
- সাকা চৌধুরীর বাড়ির ফটকে ফের লেখা হলো 'রাজাকার বাড়ি'
সাকা চৌধুরীর বাড়ির ফটকে ফের লেখা হলো 'রাজাকার বাড়ি'

সাকা চৌধুরীর গুডস হিলের ফটকে ফের 'রাজাকার বাড়ি' লিখে দিয়েছে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড। ছবি- সমকাল
একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধে ফাঁসি কার্যকর হওয়া সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর বাড়ির ফটকে আবারও 'রাজাকার বাড়ি' লিখে দিয়েছেন বীর মুক্তিযোদ্ধার সন্তানরা।
বুধবার দুপুরে নগরের গণি বেকারি মোড়ে 'গুডস হিলের' ফটকে এটি লেখেন তাঁরা। একই সঙ্গে একাত্তরের 'টর্চার সেল' হিসেবে চিহ্নিত গুডস হিলের দেয়ালে লেখা হয়েছে- 'বীর মুক্তিযোদ্ধাদের ওপর নির্যাতন কেন্দ্র'
গত ১২ অক্টোবর বিএনপির বিভাগীয় সমাবেশে সাকা চৌধুরীকে শহীদ উল্লেখ করেন তাঁর ছেলে বিএনপি নেতা হুম্মাম কাদের চৌধুরী। এর প্রতিবাদে ২৯ অক্টোবর গুডস হিলকে 'রাজাকার হিল' আখ্যা দিয়ে ব্যানার টানিয়ে দেন মুক্তিযোদ্ধার সন্তানরা। পরে তা মুছে দেয় সাকা পরিবার।
এর আগে সকালে পাঁচ দফা দাবি জানিয়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয় মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড। দাবিগুলো হচ্ছে- হুম্মামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা দায়ের ও গ্রেপ্তার; যুদ্ধাপরাধীদের সন্তানসহ পরিবারের সদস্যদের রাজনীতি ও নির্বাচনে অযোগ্য ঘোষণা; দণ্ডিত যুদ্ধাপরাধীদের সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা; জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে যুদ্ধাপরাধীদের তালিকা করে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা এবং মুক্তিযুদ্ধে নিরস্ত্র বাঙালিদের নির্যাতনের জন্য রাজাকার-আল বদর, পাকিস্তানি সেনাবাহিনীর গড়ে তোলা নির্যাতন ক্যাম্পগুলোকে মুক্তিযুদ্ধ জাদুঘর হিসেবে গড়ে তোলা।'রাজাকার বাড়ি' লেখার আগে বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে গুডস হিলে যান মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের সদস্যরা। সেখানে তাঁরা সড়ক অবরোধ করে সমাবেশ করেন। সমাবেশে চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডার মোজাফফর আহমেদ বলেন, লেখা মুছে দিলে রাজাকারের বাড়ি এবার আমরা গুঁড়িয়ে দেব।
রাষ্ট্রদ্রোহ মামলা করে হুম্মাম কাদের চৌধুরীকে গ্রেপ্তারের দাবি জানান চাঁদপুর জেলা কমান্ডার এম এ ওয়াদুদ। মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুল ইসলাম বলেন, 'রাজাকার বাড়ি' মুছে দেওয়ার সাহস তাদের কীভাবে হয়।
সংগঠনটির নগর কমিটির আহ্বায়ক সাহেদ মুরাদ সাকুর সভাপতিত্বে ও জেলার সদস্য সচিব কামরুল হুদা পাভেলের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা ইউনিটের ভারপ্রাপ্ত কমান্ডার এ কে এম সরোয়ার কামাল দুলু, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আল মামুন ও সহসভাপতি সরওয়ার আলম চৌধুরী মণি।
এ সময় উপস্থিত ছিলেন গেরিলা মুক্তিযোদ্ধা ও সাকার মামলার সাক্ষী কাজী নুরুল আবছারসহ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের বিভিন্ন জেলার দায়িত্বশীলরা।
মন্তব্য করুন