নবীগঞ্জে পৌর শহরের চরগাঁও আবাসিক এলাকায় তহুরা বেগম নামে দুই সন্তানের জননীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শুক্রবার সকালে বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ রহস্য উদঘাটনে নিহতের স্বামী ঝারু মিয়া এবং দুই ছেলে মঞ্জিল মিয়া ও রমজান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। হবিগঞ্জ জেলা পুলিশ সুপার এসএম মুরাদ আলীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশের সূত্র জানায়, নিহত তহুরা বেগম নবীগঞ্জ পৌর এলাকায় চরগাঁও গ্রামের ঝারু মিয়ার স্ত্রী। তাঁর স্বামী ভোরে নামাজ পড়ার জন্য মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফিরে দেখেন তাঁর স্ত্রীর গলাকাটা মরদেহ বিছানায় পড়ে আছে। ঝারুর চিৎকারে প্রতিবেশীরা এসে নবীগঞ্জ থানা পুলিশকে বিষয়টি জানায়। পরে পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। 

এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি ডালিম আহমেদ জানান, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বিস্তারিত জানা যাবে। তাঁর পরিবারের তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। এখনও হত্যাকাণ্ডের কোনো আলামত উদ্ধার হয়নি।