- সারাদেশ
- আঞ্চলিক ভাষার সিনেমা 'মেইড ইন চিটাগং' প্রদর্শিত
আঞ্চলিক ভাষার সিনেমা 'মেইড ইন চিটাগং' প্রদর্শিত

ছবি : সংগৃহীত
সিনেমাটির প্রায় সব অভিনেতা-অভিনেত্রীই চট্টগ্রামের। নামও চট্টগ্রামের নামে 'মেইড ইন চিটাগং'। তাই স্বাভাবিকভাবে এই সিনেমা নিয়ে স্থানীয়দের বাড়তি কৌতূহল। শুক্রবার সন্ধ্যায় নগরীর কাজীর দেউড়ির সুগন্ধা সিনেমা হলে হয়ে গেল সিনেমার অভিনেতা-অভিনেত্রী ও কলাকুশলীদের মিলনমেলা।
এদিন সন্ধ্যায় সিনেমার প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম বলেন, এ সিনেমায় চট্টগ্রামের সমৃদ্ধ ভাষা ও সংস্কৃতির বিভিন্ন চিত্র তুলে ধরা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কাজ যাতে আরও হয়, সে জন্য সংশ্নিষ্টদের এগিয়ে আসতে হবে।সিনেমার নায়ক চট্টগ্রামের শিল্পী পার্থ বড়ূয়া বলেন, শুটিং চলাকালে আমরা চট্টগ্রামের যেখানেই গেছি, সেখানেই প্রশাসন সহযোগিতা করেছে। এ সময় তিনি সিনেমার প্রযোজকসহ পুরো টিম এবং যেসব প্রতিষ্ঠান সহযোগিতা করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানান।
প্রদর্শনীতে অভিনেত্রী অপর্ণা ঘোষ বলেন, চট্টগ্রামের মানুষ আমাদের সাপোর্ট দিচ্ছে- এটাই আমাদের সব থেকে বড় পাওয়া। সিনেমার জন্য দর্শকদের সাপোর্ট প্রয়োজন।
'মেইড ইন চিটাগং' ছবির পরিচালক ইমরাউল রাফাত। এতে অভিনয় করেছেন চিত্রলেখা গুহ, সাজু খাদেম, মুকিত আনোয়ার, নাসির উদ্দিন খান প্রমুখ।
মন্তব্য করুন