- সারাদেশ
- রংপুরে আ'লীগের সভা নিয়ে আলোচনা
রংপুরে আ'লীগের সভা নিয়ে আলোচনা

রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদকে বাদ দিয়ে সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার জেলা আওয়ামী লীগের সহসভাপতি ইলিয়াস আহমেদের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
দলীয় সূত্রে জানা যায়, গত কয়েক বছরে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজুর মধ্যে নানা কারণে বিরোধ দেখা দেয়। এতে নেতাকর্মীরা বিভক্ত হয়ে পড়েন।
জেলা আওয়ামী লীগের সর্বশেষ সভা হয়েছিল ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর। এর ১৪ মাস পেরিয়ে গেলেও আর সভা হয়নি। এ নিয়ে সংগঠনের কার্যনির্বাহী কমিটির ৭৫ সদস্যের মধ্যে ৫৩ নেতার স্বাক্ষরিত আবেদন গত ১০ নভেম্বর দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে পাঠান সাধারণ সম্পাদক অনুসারীরা।
জেলা আওয়ামী লীগের সহসভাপতি ছায়াদাত হোসেন বকুল, সদস্য পীরগঞ্জ পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, যুব ও ক্রীড়া সম্পাদক গোলাম মোস্তফা মনিসহ কয়েক নেতার ভাষ্য, গত সেপ্টেম্বর মাসে সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু সাধারণ সভা আহ্বান করেন। কিন্তু সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ তাতে সম্মতি না দিলে হয়নি সভা। এরপর সভা আহ্বানের জন্য জেলা কমিটির ৫৩ জনের স্বাক্ষর নিয়ে গত ১০ নভেম্বর লিখিত আকারে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে আবেদন পাঠানো হয়। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে ওবায়দুল কাদেরের সম্মতিতে গতকাল সভা অনুষ্ঠিত হয়। সভায় ৫৫ জন উপস্থিত ছিলেন। সেখানে দলের সভাপতির বিরুদ্ধে হারাগাছ পৌর নির্বাচন, জেলা পরিষদ নির্বাচনসহ বেশ কয়েকটি স্থানীয় সরকার নির্বাচনে দলের প্রার্থীর পক্ষে কাজ না করার অভিযোগ তোলা হয়। কয়েক মাস আগে বর্তমান জেলা কমিটি মিঠাপুকুর উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করলেও জেলা সভাপতি তাঁদের পুনর্বহালে নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করা হয়।
অভিযোগ অস্বীকার করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ। তিনি দাবি করেন, সভাপতির অনুমতি ছাড়া সভা আহ্বানের বিধান নেই। যে সভা হয়েছে তা অবৈধ এবং ষড়যন্ত্রের অংশ।
মন্তব্য করুন