ফরিদপুরে চিনিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেশি রাখায় পাঁচ প্রতিষ্ঠানকে ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বুধবার দুপুরে শহরের শরীয়তুল্লাহ বাজার চর বাজার ও তিতুমীর বাজার এ লাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং জেলা বাজার বিপণন কার্যালয়। এ অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপজন মিত্র।

অভিযানকালে মা স্টোরকে ১০ হাজার, রতন স্টোরকে পাঁচ হাজার ও সুবল স্টোরকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না থাকায় তিতুমীর বাজার ফলপট্টি এলাকার দুটি ফলের দোকানীকে পাঁচশ টাকা করে জরিমানা করা হয়।

কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র বিপণন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ২০১৮ কৃষি বিপণন আইনের ১৯ এর (ঙ) ও (ঞ) ধারায় সতর্কতামূলক এ জরিমানা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন জেলা স্যানিটারি পরিদর্শক  মো. বজলুর রশিদ খান।