যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় কাজ করছে পাঁচটি মেডিকেল টিম। যশোর আড়াই'শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহযোগিতায় সিভিল সার্জন দপ্তর এসব মেডিকেল টিমগুলো গঠন করেছে।

যশোরের সিভিল সার্জন ডা. বিপ্লব কুমার বিশ্বাস জানান, জনসভা স্থল ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য বিভাগের সব কর্মী প্রস্তুত আছে।

জনসভা স্থলে আগতদের যেকোনো ধরনের জরুরি স্বাস্থ্যগত প্রয়োজনে ২টি মেডিকেল টিম নিয়োজিত রয়েছে। এছাড়া সকল ধরনের চিকিৎসা, আধুনিক যন্ত্রপাতি ও অ্যাম্বুলেন্সসহ একটি বিশেষজ্ঞ দল ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যালিটি কলেজে দায়িত্ব পালন করছেন।

ডা. বিপ্লব কুমার বিশ্বাস জানান, যেকোনো ধরনের স্বাস্থ্য সংশ্লিষ্ট প্রয়োজনে ডেপুটি সিভিল সার্জন ডা. নাজমুস সাকিব রাসেল ও এমওসিএস ডা. রেহেনা ওয়াজের তত্ত্বাবধানে সিভিল সার্জন কার্যালয়ে একটি জরুরি কন্ট্রোলরুম স্থাপন করা হয়েছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জামান জানান, হাসপাতালে জরুরি বিভাগ, অন্তঃবিভাগ ও আইসিইউ বিভাগে সব জরুরি সেবাসহ বিশেষায়িত টিম প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ভ্রাম্যমাণ চিকিৎসা সেবাসহ অ্যাম্বুলেন্স অবস্থান করছে।

প্রস্তুত রাখা হয়েছে পার্শ্ববর্তী সব উপজেলার জরুরি মেডিকেল টিমও।