- সারাদেশ
- ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ছবি: সমকাল
ঠাকুরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার পস্তমপুর এলাকায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেসে কাটা পড়ে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়। এখন পর্যন্ত ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
রেলপথের পাশের ওই যুবকের পা পড়ে থাকতে দেখে ৯৯৯ জরুরি ফোন নম্বরে খবর দেয় স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা যুবকের ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে।
ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা রেদওয়ানুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।
ঠাকুরগাঁও রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আকতারুল ইসলাম বলেন, ‘নিহত যুবকের পরিচয় পাওয়া যায়নি। রেলওয়ে পুলিশকে খবর দেওয়া হয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মন্তব্য করুন