- সারাদেশ
- মিয়ানমারে সীমান্ত সম্মেলন শুরু
মিয়ানমারে সীমান্ত সম্মেলন শুরু

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) এর সিনিয়র পর্যায়ে পাঁচ দিনের সীমান্ত সম্মেলন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল ৯ টায় মিয়ানমারে পাঁচ দিন ব্যাপি আয়োজিত ‘নেপিতো’ ৮ম সীমান্ত সম্মেলন শুরু হয়। বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মো. সাকিল আহমেদের নেতৃত্বে ১০ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে অংশগ্রহণ করছে। অপরদিকে মিয়ানমারের ডেপুটি চীফ অব চিফ অব পুলিশের পুলিশ মেজর জেনারেল অং নেইং থু-এর নেতৃত্বে ১৫ সদস্য সম্মেলনে অংশ নেয়।
বৃহস্পতিবার দুপুরে পাঠানো এক প্রেস বিজ্ঞতিতে এসব তথ্য নিশ্চিত করে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, বিজিবি ও বিজিপির মধ্যে ২৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত এই সম্মেলন চলবে।
সম্মেলনে সাম্প্রতিক সময়ে মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের কারণে সীমান্তে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতি নিরসন, আকাশ সীমানা লংঘন, আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসবাদ মোকাবিলাসহ বলপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের তাদের মূল আবাসভূমিতে প্রত্যাবর্তনের আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়া সীমান্তে অবৈধ অনুপ্রবেশ রোধ, মাদক ও মানব পাচার বিষয়ের পাশাপাশি বিজিবি ও বিজিপির মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির বিভিন্ন উপায় নিয়ে অত্যন্ত কার্যকর ও ফলপ্রসূ আলোচনা হবে।
সম্মেলনে বিজিপির উর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও সে দেশের প্রতিরক্ষা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র এবং অভিবাসন ও জনসংখ্যা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। উল্লেখ্য, সম্মেলন শেষে আগামী ২৮ নভেম্বর বাংলাদেশ প্রতিনিধিদলের ঢাকা ফেরার কথা রয়েছে।
মন্তব্য করুন