- সারাদেশ
- ১২শ' ফুট লম্বা পতাকা টাঙালেন ব্রাজিল সমর্থকরা
১২শ' ফুট লম্বা পতাকা টাঙালেন ব্রাজিল সমর্থকরা

ব্রাজিলের পতাকা বানিয়েছেন সমর্থকরা
কাতার ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনা ও জার্মানির মত ‘হট ফেভারিট’ দল প্রথম ম্যাচেই হেরেছে। এ নিয়ে চলছে নানা বিশ্লেষণ। প্রিয় দলের পতাকা উড়ছে শহর গ্রামে, পথে-ঘাটে। এমন অবস্থায় পাবনার প্রত্যন্ত এক গ্রামে ১২০০ ফুট লম্বা পতাকা বানিয়ে হৈ চৈ ফেলে দিয়েছে ব্রাজিলের সমর্থকরা। তাদের আশা, নেইমারের হাতে উঠবে এবারের বিশ্বকাপ।
পাবনা সদর উপজেলার হেমায়েতপুর ইউনিয়নের চরশিবরামপুর গ্রামে দি মোয়াজ ক্লাবের উদ্যোগে ব্রাজিল সমর্থকরা বানিয়েছেন ওই পতাকা। বৃহস্পতিবার বিকেলে গ্রামের সড়কে পতাকা নিয়ে আনন্দ মিছিল করেন তারা। পরে সড়কের পাশে টাঙিয়ে দেন পতাকাটি।
ব্রাজিলের সমর্থক দি মোয়াজ ক্লাবের সভাপতি মামুন অর রশিদ, সদস্য শাওন, মনির, মিঠুন,আশিক, আছের, লিমন জানান, তাদের প্রিয় দল ব্রাজিল ও প্রিয় খেলোয়াড় নেইমারকে ভালবেসে তারা এই পতাকা বানিয়েছেন। তাদের এই উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন গ্রামের সাধারণ মানুষ।
পাবনা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক বলেন, বিশ্বকাপের উন্মাদনা দেশ জুড়ে। এই ধনের প্রতিযোগিতা ভাল।
মন্তব্য করুন