- সারাদেশ
- চট্টগ্রামে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার
চট্টগ্রামে স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

চট্টগ্রামে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ওঠেছে স্ত্রীর বিরুদ্ধে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে নগরীর পাঁচলাইশ থানার নাজিরপাড়া নিজাম কলোনিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্ত্রী খাদিজা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
নিহত আব্দুল মান্নান ফটিকছড়ি থানার দৌলতপুর গ্রামের আলী আহমেদের ছেলে। তিনি ইসলামিক ফাউন্ডেশনের কর্মচারী ছিলেন। এক ছেলে ও মেয়েকে নিয়ে তিনি নাজিরপাড়া এলাকায় থাকতেন।
পুলিশ জানিয়েছে, দ্বিতীয় বিয়ের পর ভরণপোষণ না দেওয়ায় নিয়মিত ঝগড়া হতো তাদের মধ্যে। ঝগড়ার এক পর্যায়ে মুখে কম্বল চেপে ধরে স্বামীকে হত্যা করেছে খাদিজা।
পাঁচলাইশ থানা পুলিশ জানায়, মান্নানের প্রথম স্ত্রী খাদিজা। কয়েকবছর আগে আরেক বিয়ে করেন মান্নান। তাকে নিয়ে হাটহাজারীর নূর মসজিদ এলাকায় থাকেন তিনি। দ্বিতীয় সংসারে তার ১৭ মাসের একটি শিশু রয়েছে। দ্বিতীয় বিয়ের পর থেকে প্রথম স্ত্রীকে ভরণপোষণ দিতেন না মান্নান। এ নিয়ে দু’জনের মধ্যে প্রায় ঝগড়া হতো। বুধবার সকালে প্রথম স্ত্রীর বাসায় আসেন মান্নান। রাতে ঘুমাতে গেলে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে স্বামীকে মুখে কম্বল চেপে ধরেন ক্ষুব্ধ স্ত্রী। এতে শ্বাসরোধ হয়ে স্বামীর মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়। এ সময় স্ত্রী খাদিজাকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় মান্নানের ভাই হেলাল উদ্দিন বাদী হয়ে মান্নানের স্ত্রীকে আসামি করে মামলা দায়ের করেন।
পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান সমকালকে বলেন, 'নিহত মান্নানের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে খাদিজা হত্যার কথা স্বীকার করেছেন।'
মন্তব্য করুন