- সারাদেশ
- রাবিতে সাইকেল চুরির অভিযোগে ছাত্রলীগ নেতার সিট বাতিল
রাবিতে সাইকেল চুরির অভিযোগে ছাত্রলীগ নেতার সিট বাতিল

অভিযুক্ত ছাত্রলীগ নেতা আব্দুল্লাহ আল মারুফ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মারুফের বিরুদ্ধে সাইকেল চুরির অভিযোগ উঠেছে। এ অভিযোগে তার আবাসিকতা বাতিল করেছে হল প্রশাসন। বৃহস্পতিবার বিকেলে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
অভিযুক্ত আব্দুল্লাহ আল মারুফ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ছাত্র।
হলের শিক্ষার্থীরা জানান, বুধবার হল থেকে একটি সাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী হল গেটে থাকা সিসি ক্যামেরার ফুটেজ চেক করেন। ফুটেজে অভিযুক্ত ছাত্রলীগ নেতা মারুফকে সাইকেল নিয়ে বের হতে দেখা যায়। সিসিটিভি ফুটেজ দেখে চোর শনাক্ত করা হয়। এসময় তাকে সহযোগিতা করেন আরিফুল ইসলাম সুমন নামের এক শিক্ষার্থী। তিনি ফোকলোর বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র বলে জানা গেছে। তবে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের ছাত্র নন।
এবিষয়ে অভিযুক্ত মারুফের কোন বক্তব্য পাওয়া যায়নি।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, মারুফের বিরুদ্ধে এর আগেও এমন অভিযোগ পেয়েছি। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিচ্ছি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সাইখুল ইসলাম মামুন জিয়াদ বলেন, শৃঙ্খলা ভঙ্গের কারণে ওই শিক্ষার্থীর হলের সিট বাতিল করা হয়েছে।
মন্তব্য করুন